দেশ ব্যাপী ধর্ষণের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন করলেন সিইএইচআরডিএফ


প্রেস বিজ্ঞপ্তিঃ

সারাদেশে অব্যাহত গণধর্ষণ, নারী নির্যাতন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, শিশু নির্যাতন, বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদ ও ক্ষতির শিকার নারীদের জন্য ন্যায়বিচারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজার ভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)। 


কক্সবাজার শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া'র সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন।


মনীষা নারী জাগরণ কেন্দ্র সমন্বয়ক নাসিমা আকতারের পিংকি'র সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টীম কক্সবাজার সমন্বয়ক গাজী নাজমুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর পরিচালক(কো-অর্ডিনেশন এফেয়ার্স) আব্দুল মান্নান রানা।


অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশব্যাপী চলমান ধর্ষণ একটি সামাজিক রোগ। আইনের শাসন ও জবাবদিহিতা এবং সামাজিক ন্যায়বিচারের অভাবে আজ নারীরা ক্ষতিগ্রস্ত। নারীদের সুরক্ষার জন্য সরকারের বিদ্যমান কার্যক্রম যথেষ্ট নয়।


স্বাগত বক্তব্যে পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন বলেন, সরকারের ধর্ষণবিরোধী বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়ন জরুরী। 


সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন, সরকারের প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও সুনির্দিষ্ট ভূমিকা ধর্ষণ প্রতিরোধে মূখ্য ভূমিকা পালন করবে।


তিনি সরকারের সকল মহলকে নারী সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান।


বক্তব্য রাখেন উপ-সহকারী পরিচালক(সামাজিক অন্তর্ভুক্তি) চন্দন কান্তি দে, পানি ফাউন্ডেশন সমন্বয়ক নুরুল আবছার, সিইএইচআরডিএফ মাইনরিটি ফোরাম সমন্বয়ক রাকবি বর্ণিক, কক্সবাজার সদর ফোরাম সমন্বয়ক মোশাররফ হোসাইন, কক্সবাজার সদর উত্তর ফোরাম সমন্বয়ক সায়েম আবদুল্লাহ, শাপলাপুর ফোরাম সমন্বয়ক নাসির উদ্দিন সোহেল,  কালারমারছড়া ফোরাম সহ- সমন্বয়ক রিফাত হাসান, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির, বড় মহেশখালী ফোরাম সদস্য ফরহাদ ইসলাম ফাহাদ প্রমূখ।


মানববন্ধনে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক(কমিউনিটি রেজিলিশেন্স) মফিজ উদ্দিন, অর্থ সম্পাদক রেজাউল হায়াত রেজা, পাঠাগার আন্দোলন ব্যবস্থাপক সাগর নাথ,  প্রাইম এসিস্ট্যান্ট সুলতানা জেসমিন, কমিউনিকেশন এসিস্ট্যান্ট উলফাতুল মোস্তফা রানা প্রমূখ।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post